Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফের বস্তিতে আগুন


৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ফের আগুনে পুড়েছে একটি বস্তির বিভিন্ন ঘর। সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় রেললাইনের পাশে সিআরবি বস্তিতে এই অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী সারাবাংলাকে জানান, ভোর ৫ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৫ টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আরও একঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।আগুন কিভাবে লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘বস্তিতে কি পরিমাণ কাঁচাঘর ছিল সেটা আমরা এখনো সঠিক জানতে পারেনি। তবে একাংশের প্রায় সব ঘরই পুড়ে গেছে।’

এর আগে, নগরীর পাঁচলাইশ থানার মির্জারপোলে এক সপ্তাহের ব্যবধানে দুটি বস্তি আগুনে পুড়ে গেছে।

আগুন চট্টগ্রাম বস্তি সদরঘাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর