Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে মৃত ৩৬০, আক্রান্ত ১৭ হাজার, ছড়িয়েছে ২৩ দেশে


৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চীনে মোট ৩৬০ জন করনোভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৫ জন। চীনের বাইরে ২৩ দেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৫০ ঘটনা ঘটেছে। চীনের স্বাস্থ্য কমিশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউইইয়র্ক টাইমস।

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে গিয়ে এক ফিলিপিনো নাগরিকের মৃত্যু হয়েছিল। চীনের সকল প্রদেশে ছড়ানোর পর করোনাভাইরাস থাইল্যান্ড, জাপান, হংকং, সিংগাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ম্যাকাও, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইতালি, ভারত, ফিলিপাইন, নেপাল, কম্বোডিয়া, শ্রীলংকা, ফিনল্যান্ড, সুইডেন, স্পেনে ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই চীন ফেরত ওইসব দেশের নাগরিকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু, থাইল্যান্ড, তাইওয়ান, জার্মানি, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কয়েকজন আক্রান্ত পাওয়া গেছে যারা চীন ভ্রমণ করেননি।

ইতোমধ্যেই, তিনটির অধিক মহাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীতে রূপ নিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

এদিকে, চীনের উহান থেকে বিভিন্ন দেশের আটকে পড়া নাগরিকদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের নিজদেশে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। দেশে ফেরানোর পর বিশেষব্যবস্থায় তাদের আইসোলেশন ইউনিটে অন্তরীণ করে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়াও, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিঊএইচও)। বিভিন্ন দেশে চীনা নাগরিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সঙ্গেসঙ্গে বিশ্বজুড়ে চীনাদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ বাড়ছে বলে অনেক চীনা অভিবাসী উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে সর্বপ্রথম সনাক্ত করা হয়। তারপর থেকেই দ্রুততম সময়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিরোধক তৈরি হয়নি। এই ভাইরাসে আক্রান্তরা শ্বাস প্রশ্বাসের সংক্রমণের শিকার হন। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তুলনামূলকভাবে বয়স্ক এবং আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন এমন করোনাভাইরাস আক্রান্তদের মৃত্যু হচ্ছে।

করোনাভাইরাস চীন চীনের স্বাস্থ্য কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর