Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি


৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান।

রাষ্ট্রপতি তাঁর স্ত্রী রাশিদা খানমকে নিয়ে রাত ৮টা ৩৭ মিনিটে হাসপাতালে যান এবং ১৫ মিনিট ওবায়দুল কাদেরের শয্যাপাশে থাকেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানান।

রাষ্ট্রপতি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জানান ওবায়দুল কাদেরের অবস্থা এখন ভালো। শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

রাষ্ট্রপতির পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর- বাসস।

ওবায়দুল কাদের রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর