Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ’


৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, করোনাভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ভাইরাসটি যাতে বাংলাদেশের ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জনচেতনা সৃষ্টি করতে হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ)’র ইপনা অডিটোরিয়ামে ‘মলিকুলার এপিডেমিলোজি অ্যান্ড ইমিউনোলজি অফ নভেল করোনা ভাইরাস হাইপস অ্যান্ড হোপস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাস মোকাবিলায় কি কি করণীয় রয়েছে তা দ্রুততার সাথে নির্ধারণ করতে হবে। আর এ লক্ষ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র ভাইরোলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, বক্ষব্যাধি বিভাগ এবং এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানে কর্মরত বাঙালি বিজ্ঞানী ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি হিসেবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়াও খাবারের আগে কমপক্ষে আধা মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। তাছাড়া রাস্তাঘাটে থুথু ফেলা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ১৪ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিন শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। এই ভাইরাসটি মোকাবিলা করতে হলে ভাইরাসটির আচরণ থেকে শুরু করে সবকিছুই জানতে হবে। এই ভাইরাসটির ভ্যাকসিন তৈরি করতে আরও দেড় বছর সময় লাগবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের উৎপত্তি বিষয়ে ড. ফজলে আকবর বলেন, ভাইরাসটি স্পর্শ থেকেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার এটি মুরগির ফার্ম থেকেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে গঠনমূলকভাবে মোকাবিলায় যা যার করার তা করতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন-আল মাহতাব স্বপ্নীল, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীসহ অন্যান্যরা।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর