Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় ঢাকাবাসীকে উৎসর্গ, সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় তাপসের


২ ফেব্রুয়ারি ২০২০ ২০:১০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:২০

ঢাকা: নির্বাচনের বিজয়কে ঢাকাবাসীর প্রতি উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি সবাইকে নিয়ে কাজ করে উন্নত ঢাকা গড়ার প্রত্যয় জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কারও প্রতি কোনো বিদ্বেষ নেই। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব। বিএনপি প্রার্থী যিনি পরাজিত হয়েছেন, তার প্রতি আমার সমবেদনা রইল। আমি আশা করব, উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তিনিও আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করব।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দক্ষিণ সিটির নতুন মেয়র তাপস বলেন, এই বিজয় অভূতপূর্ব। এই বিজয় উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর বায়। আমি এই বিজয় ঢাকাবাসীর জন্য উৎসর্গ করছি। আমার বিশ্বাস ছিল, ঢাকাবাসী উন্নত ঢাকা গড়া লক্ষ্যে সাড়া দেবে। সেই সাড়া আমি গতকাল (শনিবার, ১ ফেব্রুয়ারি) পেয়েছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ ও দৃঢ প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর দ্বারে এসেছিলাম। তারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ শুরু হবে।

ডিএসসিসি নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন জানান তাপস। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা ও যাত্রা শুরু করব। ঢাকাবাসীর প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত যে নগরী, আমরা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তেমন একটি ঢাকা গড়ে তুলব।

সোমবারের মধ্যে নির্বাচনি পোস্টার অপসারণের নির্দেশনা দিয়ে তাপস বলেন, আমাদের অনেক করণীয় রয়েছে। আমি সব নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে আবেদন করছি, নির্বাচনে প্রচারণার সময় যেসব ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো আগামীকালের মধ্যে যেন অপসরাণ করা হয়। আর লেমিনেটেড পোস্টার যেগুলো আছে, সেগুলো আধুনিক উপায়ে ডাম্পিং করা হবে। নগরবাসী পরিচ্ছন্ন নগরী চাই, আমরা সেই পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সচেষ্ট থাকব।

বিজ্ঞাপন

মেয়র হিসেবে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন— জানতে চাইলে তাপস বলেন, আমরা আমাদের নির্বাচনি ইশতেহার ও রূপরেখায় যেটা বলেছি, ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর দোরগোড়ায় নাগরিকদের মৌলিক অধিকারগুলো পৌঁছাতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেভাবেই কাজ করব।

নির্বাচনের পরদিন হরতাল আহ্বান করায় বিএনপির সমালোচনাও করেন নবনির্বাচিত এই মেয়র। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। ঢাকাবাসী যে রায় দিয়েছেন বা সিদ্ধান্ত দিয়েছেন, সেটার বিরুদ্ধে হরতাল ডেকে ঢাকাকে অচল করার অপচেষ্টা করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। ঢাকাবাসী তাদের রায় জানিয়েছেন, সেই রায়কে সম্মান করা উচিত ছিল সবার। সেটি না হওয়ায় আমি মর্মাহত হয়েছি।

শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। তিনি কোনো নির্দেশনা দিয়েছেন কি না— এমন প্রশ্নের উত্তরে তাপস বলেন, প্রধানমন্ত্রী আমাদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা কিভাবে কাজ করতে পারি, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তার দিকনির্দেশনা ও রূপকল্প ২০৪১ আমরা বাস্তবায়ন করতে চাই। তার আলোকেই আমরা ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।

দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান নতুন মেয়র তাপস। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বেশি আশা করেছিলেন বলে জানান তিনি। তাপস বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আরও ভোটার উপস্থিত হবে এবং ভোট দেবে। সেটা আমার ব্যক্তিগত প্রত্যাশা ছিল। সেটা না হলেও যারা এসেছেন এবং ভোট দিয়েছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে না আসায় দুঃখপ্রকাশ করেন ফজলে নূর তাপস। তিনি বলেন, আমি দুঃখিত। সময় আমি বিকেলের পরে দিয়েছিলাম। আপনাদের এই কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটির ১১৫০টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলে শেখ ফজলে নূর তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ১ লাখ ৮৮ হাজার ৮৩ ভোটের ব্যবধানে এই সিটিতে বিজয়ী হন তাপস। শনিবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

টপ নিউজ ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র তাপস শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর