Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাতির আক্রমণে একজনের মৃত্যু


২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণে একজনের ‍মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত জহরলাল দেব ওই গ্রামের রাজচন্দ্র দেবের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি রিকশাও চালাতেন বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

মোমেনা সারাবাংলাকে বলেন, ‘জহরলালের বাড়ি একেবারে পাহাড়ের পাদদেশে। রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বেরিয়ে পাশের ক্ষেতে যান। আগে থেকেই পাহাড় থেকে নেমে আসা হাতির পাল সেখানে ঘোরাফেরা করছিল। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সকালে বন বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করেছে।’

বিজ্ঞাপন

ইউএনও আরও জানান, বন বিভাগের কর্মীদের ধারণা রাতের আঁধারে জহরলাল হাতির বিচরণ ভূমিতে ঢুকে পড়েছিল। এরপর আক্রমণের শিকার হয়। সকালের আগেই হাতির পাল আবারও পাহাড়ে ফিরে গেছে।

চট্টগ্রাম বাশখালী মৃত্যু হাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর