এবার চীনের হুনানে আঘাত হেনেছে বার্ড ফ্লু
২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৪
চীনের হুনান প্রদেশে প্রাণঘাতী বার্ড ফ্লু (H5N1) আঘাত হেনেছে। হুনান প্রদেশের সুয়াংকিং জেলার শাওইয়াং শহরের একটি খামারের ৭৮৫০ মুরগীর মধ্যে ৪৫০০ মুরগী বার্ড ফ্লুতে মারা গেছে। এই ঘটনার জের ধরে স্থানীয় কর্তৃপক্ষ ১৭ হাজার ৮২৮ খামার বন্ধ করে দিয়েছে। চীনের কৃষি ও আঞ্চলিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
তবে, এখন পর্যন্ত বার্ড ফ্লুতে হুনানে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের দক্ষিণ সীমান্ত অঞ্চলে অবস্থিত হুনান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে বার্ড ফ্লু মোকাবিলা করতে অনতিবিলম্বে তাদের উপকরণ প্রয়োজন।
প্রসঙ্গত, এই বার্ড ফ্লুকে এভিয়েন ফ্লু ভাইরাস বলা হয়ে থাকে। এই ভাইরাসে আক্রান্ত পাখি (বিশেষত মুরগী) শ্বাসপ্রশ্বাসের জটিল ধরনের সমস্যায় ভুগে থাকে। মুরগী থেকে এই ভাইরাস মানুষেও সংক্রমিত হয়। ১৯৯৬ সালে চীন থেকে এই ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। এই ভাইরাস পোল্ট্রি শিল্পের জন্য প্রাণঘাতী রূপ নেয়।
এভিয়েন ফ্লু ভাইরাস চীন চীনের কৃষি ও আঞ্চলিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় টপ নিউজ হুনান