Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেক্সিটে বাংলাদেশের সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী


২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩১

ফাইল ছবি: ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদে (ব্রেক্সিট) বাংলাদেশের কোনো সমস্যা হবে না। এই বিচ্ছেদ উভয়ের জন্যই ভালো কিছু নিয়ে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর প্রসঙ্গে এ কে আবদুল মোমেন বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পো কন্তের আমন্ত্রণে প্রধামন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারি ইতালিতে দ্বিপাক্ষিক সফর করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরপর তিনবারের মত সরকার গঠনের পর এটাই ইউরোপে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ট করতে বার্তা দেবে। সেইসঙ্গে ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় (ইতালীয় সময়) রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। ওইদিন সন্ধ্যায় পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি প্রবাসী সম্প্রদাযয়ের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

আগামী ৫ ফেব্রুয়ারি ইতালির রোমে নিজস্ব জমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ওইদিন বিকেলে ইতালীয় কয়েকটি বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বেক্সিট যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর