‘সীমান্তে হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়’
২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৯
ঢাকা: বাংলাদেশ-ভারত সম্পর্ক যে অবস্থানে বিরাজ করছে, সেই অবস্থান থেকে সীমান্তে হত্যাকাণ্ডের মতো ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় এ কে আবদুল মোমেন বলেন, চলতি বছর সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকায় ভারতের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করে ঢাকার উদ্বিগ্নতা জানানো হয়। দুই দেশের সম্পর্কে এতো ভালো অবস্থা বিরাজ করছে, অথচ সীমান্তে হত্যাকাণ্ড চলছে। যা মোটেই গ্রহণযোগ্য নয়।
এর আগে ১২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত সম্মতি জানিয়েছিল। কিন্তু তারপরও এমন ঘটনা ঘটছে, বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। এই হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে এরই মধ্যে আমরা নয়াদিল্লিকে বার্তা দিয়েছি।’
এ কে আবদুল মোমেন রোববার (২ ফেব্রুয়ারি) বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আমরা সজাগ। যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা ভারতীয় হাইকমিশনারকে ডেকে জানতে চাই যে, কেন এমন ঘটনা ঘটছে। বিশেষ করে এই বছর হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে, যা খুবই দুঃখজনক। ভারত আমাদের কথা দিয়েছে যে, সীমান্তে একটিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। কিন্তু তারপরও ঘটছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলেছি যে, দুদেশের সম্পর্কের স্বর্ণযুগ চলছে। এর মধ্যে এই ধরনের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক।’
জানা গেছে, গত ২০১০ সালে বাংলাদেশ-ভারত সম্মত হয়েছিল যে, সীমান্তে একটিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। এবং কোনো পক্ষই প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু তারপরও একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড ঘটেই চলছে।