Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত


২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫২

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে অবস্থান করা কোনো চীনা নাগরিক যেনো আগামী এক মাসের মধ্যে ছুটিতে না যেতে পারেন, সে বিষয়েও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন বলেন, করোনাভাইরাস ইস্যুতে ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে। তাই, আমরা চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছি। তবে তাদের জন্য ভিসা বন্ধ করা হয়নি। ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেটসহ নিয়মমাফিক আবেদন করতে পারবেন তারা।

তিনি আরও বলেন, বৈশ্বিক জরুরি অবস্থা চলাকালীন বিশেষ করে আগামী একমাসের মধ্যে ঢাকায় অবস্থান করা কোনো চীনা নাগরিক যেনো ছুটিতে দেশে যেতে না পারেন এবং একইসঙ্গে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পে যেন চীন থেকে নতুন লোক আনা না হয়, এসব বিষয়ে এরই মধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে বার্তা পাঠানো হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা করোনাভাইরাস পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর