২৩তম স্প্যানের পর পদ্মাসেতুর অর্ধেকের বেশি দৃশ্যমান
২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৩
শরীয়তপুর: বসলো পদ্মাসেতুর ২৩তম স্প্যানটি। আর এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে সেতুর ৩ হাজার ৪৫০ মিটার। যা সেতুর অর্ধেকের বেশি। এই সেতুর মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার বা ৬ হাজার ১৫০ মিটার।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর বসানো হয় ৩-এফ নামের স্প্যানটি। ২২তম স্প্যান বসানোর ১২ দিনের মাথায় বসলো নতুন স্প্যানটি।
পদ্মাসেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, স্প্যানটি ১৫০ মিটার দীর্ঘ, এর ওজন ৩ হাজার ১৪০ টন। মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সকাল সাড়ে ৯টার দিকে ‘তিয়ান-ই’ নামের ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি নেওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। সাড়ে ১১ টার দিকে ৩১ ও ৩২ নম্বর পিলারের কাছে পৌঁছে সেটি। এরপর দুপুর ১টায় স্প্যানটি বসানোর কাজ শেষ হয়।
এই শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে জুলাই নাগাদ ৪১টি স্প্যানই বসানো শেষ হবে বলে আশা প্রকাশ করেন এই প্রকৌশলী।
পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ শেষ হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি বসানোর কাজ শেষ হয়েছে।
সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২৩টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।