ভারতে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
২ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৫
ভারতে দ্বিতীয় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির কেরেলা রাজ্যে এক ব্যক্তির দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার একই রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিলো। এর ফলে রাজ্যজুড়ে বাড়ছে করোনাভাইরাস আতংক। আক্রান্ত দুজনই সম্প্রতি চীন সফর করে ভারতে ফিরছিলেন। খবর এনডিটিভি।
রোববার (২ ফেব্রুয়ারি) কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বলা হয়, ওই ব্যক্তির শরীরের নভেল করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তবে রোগীর অবস্থা স্থিতিশীল।
এর আগে বৃহস্পতিবার চীনের উহান শহরে এক ভারতীয় ছাত্রীর শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়। সেই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার পর কেরেলার হাসপাতালে আইসোলোশন সেন্টারে রাখা হয়েছে।
গত ডিসেম্বরে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত করা হয়। তারপর থেকে সমগ্র চীন এবং চীনের বাইরে অনেক দেশেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এদের প্রায় সকলেই সম্প্রতি চীন সফর করেছিলেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনশোরও বেশি রোগীর মৃত্যু হয়েছে।