আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৯
আশুলিয়া (সাভার): আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু সন্তানসহ এক মা-ও রয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মালেকা বেগম (২২), তার ৩ বছরের সন্তান ফাতেমা ও অটোরিকশাচালক জুয়েল রানা (৪০)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার ডেন্ডাবর এলাকার রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম তাদের শিশু সন্তার ফাতেমাকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে নবীনগরে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা কাবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজেনের মৃত্যু হয়।
ওসি জানান, এই দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
পরে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।