উত্তরে ভোট ২৫, দক্ষিণে ২৯ শতাংশ
২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৫
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করলে দেখা যায় উত্তর সিটিতে মাত্র ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে দক্ষিণে ভোট কিছু বেশি পড়লেও তা সিইসি’র প্রত্যাশিত ৩০ শতাংশও ছাড়াতে পারেনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৯ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জাতীয় শিল্পকলা একাডেমিতে ডিএসসিসি নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফলে তিনি জানান, এই সিটিতে মোট ৭ লাখ ১১ হাজার ৪২৮টি ভোট পড়েছে। এছাড়া বাতিল হয়েছে ১ হাজার ৫৬২টি ভোট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ছিলেন ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। এখানে মাত্র ২৯.০০২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
দক্ষিণের নতুন মেয়র তাপস, উত্তরে থাকলেন আতিকুলই
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনে ভোট দেওয়ার হার দক্ষিণের থেকেও কম। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। এখানে মাত্র ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে তিনটায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিএনসিসি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম জানান, ডিএনসিসি নির্বাচনে মোট ভোট পড়েছে ২৫.৩০ শতাংশ। এখানে মোট ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন ভোটার ছিলেন।