Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ ৮৩ হাজার ভোটে তাবিথকে হারালেন আতিকুল


২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০০

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে ১ লাখ ৮৩ হাজার ৫০ ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। এই সিটির ১ হাজার ৩১৮টি কেন্দ্রের সব কয়টির ফল ঘোষণা হলে এই তথ্য পাওয়া যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে তিনটায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিএনসিসি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম এই ফল ঘোষণা করেন। এসময় তিনি ডিএনসিসি মেয়র হিসেবে আতিকুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বিজ্ঞাপন

১৩১৮টি কেন্দ্রের ফলে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ১ লাখ ৮৩ হাজার ৫০টি।

উত্তরের মেয়র থাকলেন আতিকুলই

উত্তর সিটির অন্য মেয়র প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাজেদুল হক পেয়েছেন ১৫ হাজার ১৩২ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট ও বাঘ প্রতীকে পিডিপি’র শাহীন খান পেয়েছেন ২ হাজার ১১১ ভোট।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তাবিথ আউয়াল ভোটে হারিয়েছেন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর