Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়েরবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় পোলিং এজেন্ট নিহত


২ ফেব্রুয়ারি ২০২০ ০১:১২

ঢাকা: মোহাম্মদপুর রায়েরবাজারের ৩২ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. সুমন সিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে লালমাটিয়া মহিলা কলেজের পোলিং এজেন্ট ছিল বলে জানা গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল আলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন নামের একজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছে। সে কি করতো এখন বিস্তারিত জানতে পারিনি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) হারুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

জানা গেছে, সুমনের বাবার নাম আনোয়ার আহমেদ সিকদার। নির্বাচনের ফলাফ‌লের পর দুই কাউন্সিলর পক্ষের মারামা‌রিতে নিহত হয়।

নির্বাচন পরবর্তী সহিংসতা পোলিং এজেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর