Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণের নতুন মেয়র তাপস


২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৯

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন মেয়র নির্বাচিত হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে এক লাখ ৮৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে তিনি দক্ষিণের নতুন মেয়র হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে বর্তমান মেয়র সাঈদ খোকনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

ডিএসসিসি নির্বাচনে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অর্থাৎ তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা ৩৯ মিনিটে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে দক্ষিণের মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এই সিটিতে ১১৫০ কেন্দ্রের সবগুলোর ফলে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট, মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট এবং ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মেয়রপ্রার্থী মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। তিনিও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তবে এবার দক্ষিণ সিটির নির্বাচনে দল থেকে তার বদলে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞাপন

তাপস ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মেয়র পদে দল থেকে মনোনয়ন পাওয়ার পর বিধি মেনে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে, তাপস ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তাপসের বাবা শেখ ফজলুল হক মনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতাও ছিলেন। তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ যুবলীগের সর্বশেষ কাউন্সিলে সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।

শেখ তাপসের জন্ম ১৯৭১ সালের ১৯ নভেম্বর। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৭ সালে ‘বার অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস’-এর জেনারেল কাউন্সিলের অধীনে বার ফাইনাল কোর্স সম্পন্ন করেন। ২০০১ সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হিসেবে কাজ করছেন।

শেখ ফজলে নূর তাপস ২০১০ সালের ২৪ আগস্ট আপিল বিভাগের একজন আইনজীবী হিসেবে নিয়োগ পান। বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলে তার পক্ষে মামলা লড়েন তাপস। তিনি বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সদস্যও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি ডিএসসিসি মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর