Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালে যানচলাচল স্বাভাবিক রাখার ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির


১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৫

ঢাকা: বিএনপির ডাকা হরতালে সব ধরনের যানচলাচল স্বাভাবিক থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিএনপির যদি হরতাল ডাকার অধিকার থাকে তাহলে আমাদেরও গাড়ি চালানোর অধিকার আছে। যদি গাড়ি চালানোর সময় বিএনপি কোনো ক্ষতির চেষ্টা করে তাহলে সেটি শ্রমিকরা প্রতিহত করার জন্য সতর্ক থাকবে। শুধু তাই নয় যেকোনো ধরণের ক্ষতির জন্য বিএনপি দায়ী থাকবে।’

বিএনপি এর আগেও বিভিন্ন সময় অযৌক্তিক হরতাল দিয়ে হাজার হাজার পরিবহনের ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা শত শত শ্রমিক ও যাত্রীদের পুড়িয়ে মেরেছে। সুতরাং বিএনপির এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাস্ত করবে না বাস শ্রমিকরা।’

এনায়েতুল্লাহ আরও বলেন, ‘এবার ভোট হয়েছে ইভিএমে। এ পদ্ধতিতে ভোট চুরির কোনো সুযোগ নেই। কিন্তু ভোট চুরি হয়েছে অভিযোগ এনে বিএনপি অযৌক্তিক হরতালের ডাক দিয়েছে। এটা আমরা মানি না।‘

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিতে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা সিটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রতিহত বিএনপি হরতাল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর