Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ভালো হয়েছে: সিইসি


১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৪

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। নির্বাচন কমিশনারদের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক পরবর্তী এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সিইসি এসব কথা বলেন। ভোট গ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি।’

বিজ্ঞাপন

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি নুরুল হুদা বলেন, ‘কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে বের করে দেয়ার বিষয়ে কোনো এজেন্ট আমাদের কাছে অভিযোগ করেননি- যে তাদের বের করে দেওয়া হয়েছে। আমি নিজে যে কেন্দ্রে গিয়েছি সেখানে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলের এজেন্ট ছিল। আর তাদের যদি বের করে দেওয়া হয় তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনো অভিযোগ কমিশন পায়নি।

সিইসি বলেন, ‘যারা ইভিএম-এ ভোট দিয়েছেন তাদের কেউ ইভিএম এর বিরুদ্ধে অভিযোগ করেননি। ইভিএম খারাপ তা কেউ বলেননি। কেউ বলেছেন এটা জটিল বিষয় এ জন্য একটু দেরি হয়েছে। অধিকাংশ ভোটার বলেছেন ইভিএম এ ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি এবং এতে সহজে ও সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’

এজেন্টদের কাগজে লিখে ফলাফল দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাগজে লিখে ফলাফল দেওয়া সম্ভব নয় এবং এটি করাও হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট ভালো হয়েছে। ভোটারদের মধ্যে যারা ভোট কেন্দ্রে গিয়েছে তারা ভোট না দিয়ে ফেরত আসেননি। ভোট দিয়ে এসেছেন। এমন কোনো ঘটনা ঘটেনি যে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। তবে, ভোটের হারের বিষয়টি আমি জানি না। এটা ৩০ শতাংশের বেশি হবে না। ৩০ শতাংশের কম হবে।’

পল্টনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ওখানে কী ঘটেছে এই মুহূর্তে তা বলতে পারব না। এটি ক্রিমিনাল ঘটনা। এটা তদন্তের বিষয়।’

বিজ্ঞাপন

ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের নেতারা আপনার পদত্যাগ দাবি করেছে। আপনি পদত্যাগ করবেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘না।’

এর আগে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে বৈঠকের ২০ মিনিট পর বৈঠক শেষে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তার কাছে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

ওই বৈঠকে মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে কবিতা খানম বলেন, ‘সিটি নির্বাচনের সার্বিক দিক দিকে আলোচনা করতেই সিইসির সঙ্গে বৈঠকে বসেছি।’ চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

ইসি টপ নিউজ ডিএনসিসি ডিএসসিসি নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর