Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নত দেশগুলোতেও ভোটের হার কম থাকে: আতিকুল ইসলাম


১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৯

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, উন্নত দেশগুলোতে মানুষের ভোট দেওয়ার হার কম থাকে। বাংলাদেশও উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নিজ নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এসব কথা বলেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, ভোটার সংখ্যা আরও বেশি আসলে ভালো লাগতো। কিন্তু শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় অনেকেই ঢাকার বাইরে গেছে, এটাই বাস্তবতা।

নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আতিকুল ইসলাম বলেন, আমি মনেকরি অংশগ্রহণমূলক ভোট হয়েছে। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ফলাফল যেটা হবে সেটাই মেনে নেব। একদল হারবে, একদল জিতবে এটাই নিয়ম।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।

আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর