রাজধানীর নয়াপল্টনে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া
১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৯
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে আওয়ামী লীগের একটি গ্রুপ নয়াপল্টনের উত্তর পাশের লেন দিয়ে যাচ্ছিল। সে সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি কর্মীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। এর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এরপর বিএনপির কর্মীরা এসে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া দিলে দু পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে আওয়ামী লীগের পক্ষে যোগ দেয়।
সংঘর্ষের পর নয়াল্টনের ওই রাস্তা বন্ধ রয়েছে। এছাড়া রাস্তায় প্রচুর ইট-পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে।
এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।