চীন ভ্রমণকারীদের জন্য বন্ধ হচ্ছে বিভিন্ন দেশের দরজা
১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪০
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ চীন ভ্রমণকারীদের জন্য বন্ধ বা সীমিত করে দিচ্ছে সেদেশে প্রবেশের সুযোগ। এ পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ১২ হাজার আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৫৯ জন। ২৪টি দেশে ছড়িয়েছে ভাইরাস, তবে চীনের বাইরে মারা যায়নি কেউ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সিঙ্গাপুর চীনা নাগরিক ও চীন থেকে ফেরা ভ্রমণকারীদের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বসবাসকারীরা এই বিধিনিষেধের আওতায় থাকবেন না। সিঙ্গাপুরে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে মিয়ানমারও বেশ রক্ষণাত্মক মনোভাব দেখিয়েছে। মিয়ানমারগামী চীনের গুয়াজুং এয়ারলাইন্সের একটি ফ্লাইট তারা যাত্রীসহ পুনরায় চীনে ফেরত পাঠিয়েছে। শুধুমাত্র মিয়ানমারের দুই নাগরিককে ছাড়া। কারণ এক বিমানযাত্রীর মধ্যে ভাইরাস জ্বরের লক্ষণ দেখা যায়।
রাশিয়াও করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করে দিয়েছে চীনের সঙ্গে সীমান্ত।
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রও স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশটি জানিয়েছে, গত দু সপ্তাহে চীনে অবস্থান করছেন এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
অস্ট্রেলিয়া, জাপান, পাকিস্তান, ইতালিও একই পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এখনই কোনো দেশের সীমান্ত বন্ধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই। চীনা কর্তৃপক্ষও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আহ্বানে সাড়া দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে হংকং এর নাগরিক ও হাসপাতালের নার্সরা চীনের সঙ্গে সীমান্ত বন্ধের আহ্বান জানালেও হংকং প্রধান ক্যারি লাম তা নাকচ করেছেন।