৬ কেন্দ্রে ১৬০ ভোটে এগিয়ে তাবিথ
১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৬
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটগ্রহণের পর ফল আসতে শুরু করেছে। রাজধানীর বনানী এলাকার পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলে ১৬০ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
বনানীর বিদ্যানিকেতন স্কুলের একটি কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্রের ফল এসেছে সারাবাংলার হাতে। এই ছয়টি কেন্দ্রে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১৪৮৫ ভোট। আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ১৩২৫ ভোট। অর্থাৎ এই ছয় কেন্দ্রে আতিকুল ইসলামের চেয়ে ১৬০ ভোটে এগিয়ে রয়েছেন তাবিথ আউয়াল। কেন্দ্রগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে এ ফল পাওয়া গেছে।
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।
আতিকুল ইসলাম ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন তাবিথ আউয়াল সিটি নির্বাচন