লক্ষ্মীপুরে চলন্ত গাড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০২
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর হাজীরহাট বাজার তালপট্টি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন গৃহবধূ ফাহিমা বেগম (৪০)। নিহত ফাহিমা কমলনগরের চরফলকন পাটোয়ারি হাট এলাকার ৮ ওয়ার্ডের আবু তাহেরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাজীরহাট থেকে সিএনজি চালিত অটোরিকশায় চরফলকন পাটোয়ারীর হাট যাচ্ছিলেন গৃহবধূ ফাহিমা বেগম। এসময় অটোরিকশাটি তালপট্রি এলাকায় পৌঁছাতেই হঠাৎ করে চলন্ত গাড়ি থেকে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে যান ফাহিমা। স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আবসার জানান, অটোরিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।