Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট সুষ্ঠু হয়েছে, ঢাকাবাসীকে ধন্যবাদ: তাপস


১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৬

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গ্রীনরোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তাপস এ সব কথা বলেন।

দক্ষিণের এই মেয়রপ্রার্থী বলেন, ‘কেন্দ্র দখল, এজেন্টদের ঢুকতে না দেওয়াসহ বিএনপি যে সব অভিযোগ করেছে তা অমূলক। সাংগঠনিক ব্যর্থতার কারণে তারা সব জায়গায় হয়ত এজেন্ট দিতে পারেনি। কেন্দ্র দখলসহ তারা যেসব অভিযোগ করছে তা সত্য নয়।’

ভোটার উপস্থিতি আরও বেশি আশা করেছিলেন জানিয়ে শেখ তাপস বলেন, ‘আমি আশা করেছিলাম ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার অন্তত ৬০ শতাংশ হবে। সেখানে এখন পর্যন্ত ভোটারদের যা উপস্থিতি তাতে ৫০ শতাংশ ভোট পড়বে কি না সন্দেহ। তারপরও ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।’

টপ নিউজ ঢাকা দক্ষিণ সিটি তাপস ফজলে নূর তাপস সিটি করপোরেশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর