Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান, অক্ষয় নাকি ভিন ডিজেল?


১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৮

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নবম কিস্তির ট্রেইলার প্রকাশ পেলো শনিবার (১ ফেব্রুয়ারি)। এর আগে এক ঘণ্টার মিউজিক কনসার্ট হয়। এই সিনেমাটিতে অভিনয় করছেন ভিন ডিজেল, মাইকেল রড্রিগেজ, টাইরেস গিবসন এবং সাবেক রেসলার জন সিনা। জন সিনা এ সিনেমায় ডমোনিক টরেটোর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। এদিকে ট্রেইলার প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের জন্যও প্রকাশ করা হয় পোস্টার। সিনেমাটির নির্মাতা ভারতের বাজারকে যে বড় গুরুত্ব দিচ্ছেন এটাই তার প্রমাণ।

বিজ্ঞাপন

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নবম কিস্তি ভারতে মুক্তি পাবে আগামী ঈদে। এদিকে ঠিক একই সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের রাঁধে ও অক্ষয় কুমারের লক্ষ্মী বম্ব।

একই সময় মুক্তি দেওয়ার কারণে ভারতের বাজারে তিনটি সিনেমাই পড়বে চ্যালেঞ্জের মুখে। সালমান খানের গত দুই সিনেমা বক্স অফিসে খুব বেশি ব্যবসা করতে পারেনি। সালমান খান সাধারণত যেরকম অ্যাকশন সিনেমার জন্য বিখ্যাত এবারের রাঁধে ঠিক তাই। ফলে এ সিনেমাটি নিয়ে অনেক উচ্ছ্বসিত সালমান ভক্তরা। অন্যদিকে দুর্দান্ত একটি বছর শেষ করা অক্ষয়ের লক্ষ্মী বম্ব নিয়ে আশার পারদ তুঙ্গে উঠেছে ভক্তদের।

এখন দেখার পালা ভিন ডিজেল, সালমান খান নাকি অক্ষয় কুমার? আগামী ঈদের কার সিনেমা বাজিমত করে।

অক্ষয় কুমার ঈদ ভিন ডিজেল সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর