নির্বাচনে থাকছে বিএনপি
১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪
ঢাকা: বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকছে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের সিদ্ধান্ত, পরিস্থিতি যেমনই হোক, গতবারের মতো মাঝপথে ভোট বর্জন করবেন না তারা।
দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ও চেয়ারপারসনের কার্যালয় গুলশানে বিএনপির শীর্ষ নেতারা ভোটের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছেন। তাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী দলের দুই মেয়র প্রার্থী শেষ পর্যন্ত ভোটে থাকছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচনে থাকব।’
এদিকে, ভোটকেন্দ্রে না গিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে যেসব নেতাকর্মী সমর্থক ভিড় করছেন, তাদেরকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে।
অন্যবারের মতো ঘণ্টায় ঘণ্টায় ব্রিফও করছে না বিএনপি। ভোটের নেতিবাচক খবর দলের নেতাকর্মী সমর্থকদের কাছে গেলে তারা মনোবল হারিয়ে ফেলবে, ঘর থেকে বের হবে না— এমন ধারণা থেকেই ভোটের নেতিবাচক খবর নিয়ে মিডিয়ার সামনে হাজির না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বরং দিন শেষে গুলশান কার্যালয়ে চূড়ান্ত সংবাদ সম্মেলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন দলটির শীর্ষ নেতারা।
এদিকে, কিছু কিছু কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটলেও বেশিরভাগ কেন্দ্রে ঝুট-ঝামেলা ছাড়াই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তারপরও ভোটার উপস্থিতি কম। এ বিষয়টি নিয়েও ভাবছেন বিএনপির নেতারা। তাদের ভোটার কেন কেন্দ্রে আসছেন না, সেটি নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তারা।
বিএনপির চেয়ারপারসনের একজন উপেদেষ্টা এ প্রতিবেদককে বলেন ‘নানা রকম অসঙ্গতির পরও ভোট তো হচ্ছে। কিন্তু কেন্দ্রে ভোটার আসছে না কেন?— এটা নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। খোদ দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কেন্দ্রেও ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম। এটা ভাবনার বিষয়।’
এমন পরিস্থিতির মধ্যেও উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে নিয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না তারা।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘আমরা আছি ভোটের মাঠে। শেষ পর্যন্ত থাকব।’
২০১৫ সালে অনুষ্ঠিত বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন ১২টার মধ্যে বর্জন করেছিল বিএনপি। সেবার দক্ষিণে মির্জা আব্বাস ও উত্তরে তাবিথ আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তাবিথ আউয়াল উত্তরে প্রার্থী হিসেবে বহাল থাকলেও মির্জা আব্বাসের জায়গায় লড়ছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।