নৌকায় ভোট দিলেন প্রধানমন্ত্রী
১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৩
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে মেয়র পদে তিনি তার পছন্দের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতীক নৌকায় ভোট দেন। পাশাপাশি তিনি কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদেরও ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দক্ষিণের ভোটার, তাপসকে ভোট দিয়েছি। আমরা আহ্বান করব ঢাকাবাসীকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। উত্তরে আমাদের প্রার্থী আতিক। ইনশাল্লাহ সেও জয়যুক্ত হবে।’
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পদ্ধতিতে খুব কম সময়ে ভোট দিয়েছি। ইভিএম হলো ডিজিটাল পদ্ধতি। এখানে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। বিএনপি এসব নিয়ে আপত্তি করতে পারে। বিএনপির চরিত্রই এমন। এ দেশে ভোট চুরি শুরু করেছে তারা। কিন্তু ইভিএমে চুরির কোনো সুযোগ নেই। সে জন্যই তাদের আপত্তি।
তিনি আরও বলেন, ‘ভোটের অধিকার জনগণের সাংবিধানিক অধিকার। ভোটাররা যেন শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যেন তার পছন্দমতো ভোট দিতে পারে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা জয়ী হয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করে গড়ে তুলবো। এছাড়া নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করব।’
কূটনীতিকদের উদ্বেগ প্রকাশ করতেই পারেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অতীত ইতিহাস তো ভালো না। আস্তে আস্তে আমরা সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছি। তবে বিভিন্ন দূতাবাসগুলোতে যে বাংলাদেশিরা চাকরি করেন তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তারা ঠিক কাজ করেননি।’
প্রথমবারের মতো ঢাকার দুই সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে এবং কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয় প্রতীকে নির্বাচন করছেন। ঢাকার দুই সিটি নির্বাচনে মোট ৭৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী ১৩ জন, কাউন্সিলর পদে ৭৩৬ জন।
দুই সিটি নির্বাচনে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে মোট ৫৪ লাখ ৫৩ হাজার ৪৬৭ জন ভোটার ভোটের মাধ্যমে মোট ১৭২ জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে দুই মেয়র ছাড়াও আছেন ১২৯ জন কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।