Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর জয়পুরহাটে শিশুর লাশ উদ্ধার


১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৯

জয়পুরহাট: নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ইরাম হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওই শিশুর বাড়ির পাশের ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইরাম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের এনামুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গতকাল বৃহষ্পতিবার দুপুরে ইরাম অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও ইরামকে পাওয়া না গেলে সন্ধ্যায় সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, শুক্রবার সকালে নিহতের স্বজনরা বাড়ির পাশে ঝোঁপ-ঝাড়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ইরামের বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করে।

শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাট বস্তাবন্দি লাশ শিশুর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর