Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা আতিকুলের


৩১ জানুয়ারি ২০২০ ১৯:৫২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ২৩:০৯

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে যান আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসকরা বলেছেন ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা সকালের চেয়ে ভালো। আমরা সকলে মিলে দোয়া করি যেন উনি দ্রুত আরোগ্য লাভ করেন।’

এ সময় তার সঙ্গে ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, আতিকুল ইসলামের নির্বাচনি প্রচারণা কমিটির সমন্বয়ক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ও জয়দেব নন্দীসহ অনেকে।

আতিকুল কাদের সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর