যুক্তরাজ্যেও করোনাভাইরাস, আক্রান্ত একই পরিবারের দুজন
৩১ জানুয়ারি ২০২০ ১৬:৫২
এই প্রথমবার যুক্তরাজ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত দুজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর ক্রিস উইটি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই দুই রোগীকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এর বেশি তথ্য যুক্তরাজ্য কর্তৃপক্ষ জানায়নি। এছাড়া, জানানো হয়নি তাদের কোথায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে সে তথ্যও।
প্রফেসর ক্রিস উইটি বলেন, এনএইচএস করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে যথেষ্ট প্রস্তুত। এই রোগীদের মাধ্যমে অন্য কেউ ভাইরাসে আক্রান্ত কি না সে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীন প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় সেদেশে করোনাভাইরাসের উপস্থিতির কথা। এ পর্যন্ত চীনে ২১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১০ হাজার। করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বের অন্তত ১৮টি দেশে। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ জন।