Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ: প্রধান বিচারপতি


৩০ জানুয়ারি ২০২০ ২৩:৩৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ২৩:৩৮

ঢাকা: বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সমিতির মিলনায়তনে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমাকে এ ধরণের সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকবার আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব  বিচারপতিদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির একটি রোল মডেল ক্যান্ট্রি (দেশ)।

প্রধান বিচারপতি বলেন,‘বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তারা  পুজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

 

প্রধান বিচারপতি সম্প্রীতি

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর