Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতি কেন্দ্রে সন্ত্রাসী ও ৫০০ বহিরাগত রাখার পাঁয়তারা বিএনপির’


৩০ জানুয়ারি ২০২০ ২৩:০৫

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার বাইরে থেকে দাগী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে প্রত্যেকটি কেন্দ্রে ৫০০ শতাধিক বহিরাগতকে রাখার পাঁয়তারা করছে। আমাদের নেতাকর্মীরাও জনগণের ভোট রক্ষার সতর্ক পাহারায় মাঠে থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কাছে খবর আছে বিএনপি ঢাকার বাইরে থেকে দাগী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে প্রত্যেকটি কেন্দ্রে ৫০০শতাধিক বহিরাগতকে রাখার পাঁয়তারা করছে। আমাদের নেতাকর্মীরাও সতর্ক পাহারায় থাকবে। যাতে করে জনগণের ভোট রক্ষার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারে। আমরা চাই কেন্দ্রগুলোতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক।’

কাদের বলেন, ‘কাজ করার মতো আগামী দিনে ভালো প্রাথী, যোগ্য প্রার্থী দক্ষ প্রার্থী, মেধাবী প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি। কাজেই আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।’

এক প্রশ্নের জবাবে ওয়াবদুল কাদের বলেন, ‘বিএনপি তাদের স্বভাবসুলভ মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছে। এসবের মধ্য দিয়ে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ভীতি সঞ্চারের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে জনগণের আশানুরূপ সাড়া না পেয়ে তারা বিভ্রান্ত নাবিকের মতো আচরণ করছে। বিএনপি নেতা ও তাদের মনোনিত প্রার্থীর কথাবার্তা এবং আচরণের মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্টের প্রত্যক্ষ উসকানি পরিলক্ষিত হচ্ছে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ভোট রক্ষার নামে তাদের এই অভিসন্ধি এটা আমরা জানতে পেরেছি। তারা এই বহিরাহগদের দিয়ে নির্বাচনী কেন্দ্রগুলোতে হট্টগোল পাকিয়ে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। নির্বাচন বানচালের নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।’

বড় দুই দলের এই পাল্টাপাল্টি অবস্থান সংঘাতের রূপ নিতে পারে কি না- এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, জনগণকে সহযোগিতা করার জন্য মাঠে থাকব, কারো সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করার জন্য নেতাকর্মীদের কোনো নির্দেশনা দিইনি। আমরা এখানে প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম সংঘাত-সংঘর্ষে যাব না।’

তার আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমন্ডলীর মূলতবি সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার, শাহাবউদ্দিন ফরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ ভোট কেন্দ্র সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর