Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৪ বিদেশিসহ সিটি নির্বাচন পর্যবেক্ষণে ১০৮৭ জন


৩০ জানুয়ারি ২০২০ ২৩:০২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ২৩:১৭

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বিদেশি পর্যবেক্ষকসহ ১ হাজার ৮৭ জন দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ২২টি দেশী সংস্থার মাধ্যমে ১ হাজার ১৩ জন স্থানীয় পর্যবেক্ষক রয়েছেন। অন্যদিকে, ১০ দূতাবাসের মাধ্যমে ৭৪ জন বিদেশি পর্যবেক্ষক সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ৪৬ জন সরাসরি বিদেশি নাগরিক এবং ২৮ জন বাংলাদেশি নাগরিক। এই ২৮ জন বাংলাদেশি ১০টি দেশের দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানিয়েছে, ১০টি দূতাবাসের মধ্যে ইউএস দূতাবাসের মাধ্যমে ২৭ জন পর্যবেক্ষক দুই সিটি নির্বাচন পরিদর্শন করবেন। এই ২৭ জনের মধ্যে ১৮ জন বিদেশি এবং ৯ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়াও ব্রিটেনের দূতাবাসের মাধ্যমে ১২ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ রয়েছেন। এর মধ্যে ৫ জন বিদেশি নাগরিক এবং ৭ জন বাংলাদেশি কর্মকর্তা। ইউরোপীয় ইউনিয়নের ৫ জন পর্যবেক্ষকের সবাই ইউরোপের নাগরিক। নেদারর‌্যান্ডস দূতাবাসের রয়েছেন ৬ জন, এদের মধ্যে ৫ জন বিদেশি।

অন্যদিকে, সুইজারল্যান্ড দূতাবাসের ৬ জন পর্যবেক্ষক রয়েছেন, এদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক। জাপান দূতাবাসের মাধ্যমে ৫ জন, যাদের ৩ জন বিদেশি নাগরিক; ডেনমার্ক দূতাবাসের মাধ্যমে ৩ জন, যাদের ২ জন বিদেশি নাগরিক; নরওয়ে দূতাবাসের ৪ জন, এদের মধ্যে ২ জন বিদেশি; অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে ২ জন বিদেশি নাগরিক; কানাডা হাইকমিশন থেকে ৪ জন, এদের মধ্যে ২ জন কানাডিয়ান নাগরিক সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন।


পাশাপাশি সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশি ২২টি সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষক। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫৭ জন পর্যবেক্ষক থাকবেন। এছাড়াও যৌথভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৩ জন।

এদিকে ২২টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কর্মায়ন, এসডাপ, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ।এছাড়াও রয়েছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরওয়াল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন, রুপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ)|

বিজ্ঞাপন

এছাড়াও রয়েছে- হিউম্যান রাইটস ডিজএ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার, অ্যাসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সমাজ উন্নয়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোস্ট ট্রাস্ট, মুভ ফাউন্ডেশন ও লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন।

নির্বাচন বিদেশি বিদেশি পর্যবেক্ষক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর