Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের


৩০ জানুয়ারি ২০২০ ২১:২৪

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকায় কমর আলী সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত দুজন হলেন- মীরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের পূর্ব বালিয়াদি গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুল হক (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান (১৩)।

হাইওয়ের পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার সারাবাংলাকে বলেন, ‘বড় দারোগাহাট কাঁচাবাজার থেকে পুরনো একটি মোটরসাইকেলে করে বাবা ও ছেলে বাড়ি ফিরছিলেন। কমর আলী সড়কের মুখে তাদের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুজন ছিটকে পড়ে মারা যান। খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে সেটি আমরা শনাক্ত করতে পারিনি।’

মৃত মুজিবুল হক চট্টগ্রাম নগরীতে একটি মসজিদে ইমামতি করতেন এবং ছেলে মেহেদী গ্রামে একটি মাদরাসায় পড়ালেখা করেন বলে জানিয়েছেন সার্জেন্ট সোহেল সরকার।

চট্টগ্রাম দুর্ঘটনা বাবা-ছেলের মৃত্যু সড়ক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর