Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থ্যাংক ইউ ভেরি মাচ, এবার আপনারা চলে যান: র‌্যাব ডিজি


৩০ জানুয়ারি ২০২০ ২০:৩৮

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করার জন্য যারা ঢাকায় এসেছিলেন তাদের রাজধানী থেকে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাবের ডিজি বলেন, ‘থ্যাংক ইউ ভেরি মাচ, এবার আপনারা চলে যান। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপ্রয়োজনীয় কোনো লোকের অপতৎপরতা আমরা দেখতে চাই না।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সিটি নির্বাচনে নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘সিটি নির্বাচনকে কেন্দ্র করে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে সেদিকে র‍্যাবের বাড়তি নজর থাকবে। তবে আমরা‌ আগে থেকেই কিছু করতে চাচ্ছি না। কারণ অপব্যাখ্যা হতে পারে। দেশের ভোটার, আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্যরা ভোটদান ও গ্রহণ করার ক্ষেত্রে অভিজ্ঞ। আমি মনে করি না, কেউ নির্বাচনকেন্দ্রিক অপতৎপরতা চালানোর চেষ্টা করবেন। এরপরেও যদি কেউ করার চেষ্টা করেন তাহলে দেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

র‌্যাবের ঊর্ধ্বতন এ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ভোটের দিন শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব। এটি আমাদের সবার দায়িত্ব। যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে। আমরা সবার সহযোগিতা চাই, সে লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বহিরাগত কেউ যদি ঢাকায় অবস্থান করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, ‘আমরা ওই পর্যন্ত যাচ্ছি না, ঢাকার বাইরের কেউ ঢাকায় অবস্থান করলে তাদের জেলে পাঠাবো এমন নয়। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে, জেল-জুলুমের ভীতি আমরা দেখাতে চাই না। আমার মনে হয় না আমার সেই পর্যায়ে রয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা আহ্বান রেখেছি যাতে করে শহরে যারা জেনুইন ভোটার তারা সহজে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্যই। মূলত শৃঙ্খলা রক্ষায় হচ্ছে আমাদের আহ্বানের মূল লক্ষ্য, কাউকে জেলে পাঠানো আমাদের উদ্দেশ্য নয়। তবে যদি কেউ জেলে পাঠানোর মতো কাজ করেন, তাহলে তো জেলেই যাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী ঢাকায় এনেছেন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমি রাজনৈতিক নেতাদের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে আমি বলব, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপ্রয়োজনীয়’ কোনো লোকের অপতৎপরতা চাই না।’

নির্বাচন নিয়ে বিএনপি সহিংসতার আশঙ্কা করছে, জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘উনারা আশঙ্কা করতে থাকুক, আর আমরা নির্বাচন করি, অসুবিধা নেই।’

সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে র‍্যাব মহাপরিচালক বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। যাতে প্রতিটি ভোটার নিরাপদ পরিবেশে ভোট প্রদান করতে পারে। তারা যাকে ইচ্ছে তাকে ভীতিমুক্ত পরিবেশে ভোট প্রদান করতে পারেন। গত নির্বাচনের চেয়ে এবার বেশি র‍্যাব সদস্য মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে র‍্যাবের নেতৃত্বে একটি করে অফিসারের নেতৃত্বে পেট্রোলিং থাকবে।

টপ নিউজ র‌্যাব ডিজি র‌্যাবের ডিজি সিটি করপোরেশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর