Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু


৩০ জানুয়ারি ২০২০ ১৯:২২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৯:৪১

সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মহিউদ্দিন তাজ (২৩) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মহিউদ্দিন তাজ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ আরও জানান, ‘দুপুরে পুকুরের পাড়ে গিয়ে সেলফি তুলছিলেন তাজ। এ সময় তার ফোনটি হাত থেকে পুকুরের পানিতে পড়ে গেলে ফোন খুঁজতে পুকুরে নেমে ডুবে যান তাজ। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ও রুয়েটে দায়িত্বরত আনসারদের সহায়তায় তাজকে উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বলেন, ‘তাজের লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।’

খবর টপ নিউজ মৃত্যু রুয়েট শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর