Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুষারে চার কিলোমিটার হেঁটে বিয়ে করতে গেলেন বর!


৩০ জানুয়ারি ২০২০ ১৮:৪৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ২০:০৬

ভারতের উত্তরখণ্ডে এক যুবক তুষার পথে প্রায় চার কিলোমিটার হেঁটে পৌঁছেছেন কনের বাড়ি। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। কেউ কেউ বলছেন, এই যুবককে বছরের সেরা বরের অ্যাওয়ার্ড দেওয়া হক। সত্যিকারের ভালোবাসা মরে যায়নি বলেও মন্তব্য করেছেন অনেকে। খবর হিন্দুস্থান টাইমসের।

২৯ জানুয়ারি ছবিগুলো প্রকাশ পায়। রাজ্যের চামোলি জেলার বিরাজ গ্রামের ঘটনা এটি। প্রকাশিত ছবিতে দেখা যায়, হেঁটে যাচ্ছেন বর। তার সঙ্গে রয়েছে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। তুষারপাত থেকে বাঁচতে তাদের মাথায় ছাতা।

এমন পরিস্থিতিতে বরের মুখের হাসিই মন কেড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বরের তারিফ করেছেন। টুইটারে সাড়ে ৭ হাজার লাইক ও ১ হাজারের বেশি শেয়ার হয়েছে ছবিগুলো।

উত্তরখণ্ড বর বিয়ে ভারত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর