Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ লাখ মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হচ্ছে


৩০ জানুয়ারি ২০২০ ১৭:৫৩

জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে বলেছেন, বর্তমানে ১ লাখ ৮৯ হাজার ৩১১ জন মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া বর্তমান সরকার প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে।

বৃস্পতিবার (৩০ জানুয়ারি) সরকারি দলের সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের তারকা চিহ্নত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ১২ হাজার টাকা সম্মানি ভাতাসহ দুটি উৎসব ভাতা ১০ হাজার টাকা হারে দেওয়া হচ্ছে। গত ২০১৮-১৯ অর্থবছর থেকে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের রাষ্ট্রীয় সন্মানি ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা জনপ্রতি ২ হাজার টাকা এবং ভাতাপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১২ হাজার ১৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্মানিত ভাতা দেওয়া হচ্ছে।

বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৃত মুক্তিযোদ্ধা যারা এখন পর্যন্ত সনদ পায়নি তাদেরসহ সকল মুক্তিযোদ্ধাদের দ্রুতই ডিজিটাল (স্থায়ী সনদ) দেওয়া হবে।

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সকল শ্রেণির মুক্তিযোদ্ধার সন্তানদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ করা আছে। যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধা এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সুযোগ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ সুবিধা প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৫ সালের ৫ জানুয়ারি স্মারকমূলে পরিপত্র জারি করা হয়েছে। ভর্তিসহ বিনাবেতনে মুক্তিযোদ্ধার পোষ্যদের পড়ালেখার সুযোগ প্রদান সংক্রান্ত সুবিধাটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো উদ্যোগে প্রয়োজনবোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহায়তা প্রদান করবে।

ভবন ভাতা মন্ত্রী মুক্তিযোদ্ধা সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর