Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪৩ লাখ টাকার সোনা জব্দ


৩০ জানুয়ারি ২০২০ ১৭:২১

সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের রাজ্জাকের মোড় থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

বিজ্ঞাপন

এসময় বিজিবির উপস্থিতিতে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সীমান্তবর্তী রাজ্জাকের মোড় এলাকা থেকে ৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৯৩১ গ্রাম। জব্দ করা স্বর্ণের বারের বাজার মূল্য ৪৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা বলেও জানান তিনি।

কাকডাঙ্গা সীমান্ত বিজিবি স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর