অনুমতি ছাড়া সমাবেশ করা আওয়ামী লীগের উচিত হয়নি: সিইসি
৩০ জানুয়ারি ২০২০ ১৭:০৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৯:২৬
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের কমিশনের অনুমতি ছাড়া আওয়ামী লীগ যে মিছিল ও সমাবেশ করেছে তা উচিত হয়নি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বেঠক শেষে সিইসি সাংবাদিকদের এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সভা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আজকে সভার বিষয়ে তারা আগে আমাদের কিছু জানায়নি। পরে তারা (বিএনপি) জানালেন জনসভা হচ্ছে। আমরা চেক করে দেখলাম জনসভা হচ্ছে। সেটি নির্বাচন সংক্রান্ত জনসভা নয়, মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। আমাদের কাছে তারা বলেনি, সেখানে নির্বাচন নিয়ে যদি কিছু না বলে তাতে নির্বাচনের কোড অব কনডাক্ট ভায়োলেট হবে কিনা তা আলাদাভাবে বলা নেই। তবে আমি মনে করি, নির্বাচন সামনে রেখে এ সভাটা তাদের না করাই উচিত ছিল। আর করার দরকার হলে আমাদের অনুমতি বা পরামর্শ নেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটি নেননি, আমরা জানিই না।’
নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিধিতে আছে তারা যেতে পারবে, তাদের নিবন্ধন প্রয়োজন হবে না। স্থানীয় পর্যবেক্ষকরা তো বাইরে থেকে আসেনি, তারা এখানকার। বিভিন্ন দূতাবাসে যারা আছেন তারা এখানকার। তারা তালিকা দিলে আমরা পরীক্ষা করে তাদের অনুমতি দিতে পারি। সে অনুমতি আছে, গাজীপুরসহ বিভিন্ন সিটি নির্বাচনেও তারা পর্যবেক্ষণ করেছে। তাদের ওপর আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে। তারা যেন বিধির বাইরে যেন কোনোরকম আচরণ করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা থাকবে।’
নূরুল হুদা বলেন, ‘যে কোনো সময়ের চেয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। প্রার্থীরা তাদের প্রচার চালাচ্ছেন। কোনো বাধা দেখি না। আমাদের কাছে ধরপাকড়ের তথ্য নেই। কোনো ক্রিমিনাল, সন্ত্রাস, বোমাবাজ যদি এখানে আসে তাদেরকে তো পুলিশ নজরদারিতে রাখবে এবং ধরবেই। কোনো বাসাবাড়িতে তল্লালি করা, রেইড করা হচ্ছে না। অন্যান্য জায়গায় যদি বাইরে থেকে এসে থাকে সে বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে বলেছি বিনা প্রয়োজনে কেউ যেন ঢাকায় না আসে। আবার বলেছি, ভোটকেন্দ্রের চারপাশে যেন নিষ্প্রয়োজনীয় কোনো জটলা না থাকে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। ভোট দিয়ে যেন ভোটট কেন্দ্রে কেউ না থাকে এটি আমরা চাইছি।’
কয়েকটি দেশের প্রতিনিধি আপনার সঙ্গে দেখা করেছে, কেউ মাতব্বরি করছে বলে মনে হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এমনটি মনে হয়নি। তারা আমাদের অবস্থান জানতে চেয়েছি। আমরা তাদের বুঝিয়েছি, তারা সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে গেছে। আমাদের প্রস্তুতিতে তারা খুশি এ কথা বলেছে।
নিয়ন্ত্রিত নির্বাচনের জন্য ইসি সহায়ক শক্তি, বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এ অভিযোগ মোটেই সত্য না। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সাংবিধান প্রতিষ্ঠান হিসাবে আমাদের যে দায়িত্ব আইন কানুন মেনে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা। আমরা কারো সহায়ক না, কারো পক্ষে বা বিপক্ষে না। বিধিতে আইনে আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষকে সামনে রেখে রাজধানীর মৎস্য ভবন থেকে মতিঝিল চত্বরমুখি র্যালি করে আওয়ামী লীগ। এই র্যালিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের অনুসারীরা অংশ নেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে উপস্থিত হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র্যালি অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের এ সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা।
সমাবেশে বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘শেখ তাপসকে সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। আমরা এ বিজয়কে মুজিববর্ষে উৎসর্গ করব। এ বিজয় আমরা শেখ হাসিনাকে উপহার দেব।’