Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপসকে বিজয়ী করতে মাঠে আ.লীগের কেন্দ্রীয় নেতারা


৩০ জানুয়ারি ২০২০ ১৬:১৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৮:২৩

ঢাকা: ঢাকা সিটি নির্বাচনের একদিন আগে দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষকে সামনে রেখে আয়োজিত এক সমাবেশে উপস্থিত হয়েছেন তারা। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলছেন, দক্ষিণ সিটিতে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করে সেই বিজয় মুজিববর্ষে উৎসর্গ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে উপস্থিত হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে এখন সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ শেষে অনুষ্ঠিত হবে র‌্যালি।

আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত আছেন সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা।

সমাবেশে নেতাকর্মীরা বলছেন, মুজিববর্ষের এই র‌্যালির মূল আকর্ষণ ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সমাবেশে বক্তব্যে আব্দুর রহমান বলেন, শেখ তাপসকে সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। আমরা এ বিজয়কে মুজিববর্ষে উৎসর্গ করব। এই বিজয় আমরা শেখ হাসিনাকে উপহার দেবো।

আব্দুর রহমান আরও বলেন, আপনারা এতদিন পরিশ্রম করেছেন। আরও একটি দিন পরিশ্রম করতে হবে। আমরা খবর পেয়েছি, প্রতিপক্ষরা এক-দেড়শ অস্ত্রধারী ঢাকায় নিয়ে এসেছে। আপনাদের কেন্দ্রে থাকতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দিয়ে শেখ তাপসকে বিজয়ী করে সেই বিজয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

সমাবেশে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, নৌকা বিজয়ের প্রতীক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। এই নৌকা জিতবেই। নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বিজ্ঞাপন

এদিকে, মুজিববর্ষের সমাবেশ ও র‌্যালি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। বেশকিছু সুসজ্জিত ঘোড়ার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে র‌্যালিতে অংশ নেওয়ার জন্য। নেতাকর্মীদের হাতে হাতে রয়েছে ফুলে ফুলে সাজানো নৌকা। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে শুরু করে শাপলা চত্বর অভিমুখে রওনা হবে র‌্যালিটি।

আওয়ামী লীগ টপ নিউজ তাপসের পক্ষে আওয়ামী লীগ মুজিববর্ষের র‌্যালি র‌্যালি শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর