‘২ ফেব্রুয়ারি শুরু হলেও বইমেলার সময় বাড়ানোর সুযোগ নেই’
৩০ জানুয়ারি ২০২০ ১৬:১৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫৮
ঢাবি করেসপন্ডেন্ট: সিটি নির্বাচনের কারণে একদিন পিছিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলা শুরু হলেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’ উপলক্ষে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবীবুল্লাহ সিরাজী এ কথা বলেন।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আমাদের একটি অংশের এটা ট্র্যাডিশন হয়ে গেছে যে, মেলার শেষের দিকে এসে দাবি করি সময় বাড়ানোর জন্য। কিন্তু এ বছর মেলা শুরু হওয়ার আগ থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, ৩ মার্চ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হবে। সুতরাং বই মেলা শেষ হওয়ার দুইদিনের মধ্যে যেন কোনো স্থাপনা না থাকে। তাই বই মেলার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করব সবার সম্বলিত প্রচেষ্টায় ফেব্রুয়ারির মধ্যে বইমেলা শেষ করতে।
মেলায় নিরাপত্তার বিষয়ে একাডেমির ডিজি বলেন, ‘গতবছর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক হাজার পুলিশ সদস্য। এবার তা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারে। সে সঙ্গে আনসার সদস্যের সংখ্যাও বেড়েছে। এ ছাড়া র্যাবের বিশেষ টিম কাজ করবে।’
তিনি মেলায় আগতদের শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ চলায় এ রাস্তায় গাড়ি পার্কিং না করতে আহ্বান জানান। অস্থায়ী দোকান, হকার উচ্ছেদ, ধূলাবালি নিয়ন্ত্রণ ও বৃষ্টির হলে অস্থায়ী শেল্টার ও করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ক্রসওয়াক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচারক এম এ মারুফ প্রমুখ।
আগামী ২ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা পরিদর্শন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
গ্রন্থমেলা টপ নিউজ ফেব্রুয়ারি বইমেলা বাংলা একাডেমি হাবীবুল্লাহ সিরাজী