বিহারে সিএএ বিরোধী পদযাত্রা থেকে কানহাইয়া কুমার আটক
৩০ জানুয়ারি ২০২০ ১৫:৩৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৫:৩৮
ভারতের বিহারের চমপরানের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী জন-গণ-মন যাত্রা থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআইএম) নেতা ও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমারসহ আরও কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বিহার পুলিশ। খবর নিউজ ১৮।
সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিপিআইএম সূত্রে জানা যায়, সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তারা। তার অংশ হিসেবেই বিহারে আজ কানহাইয়া কুমার পদযাত্রায় অংশ নিয়েছিলেন।
আটক কানহাইয়া কুমার টুইটার বার্তায় জানান, সরকার সবার কাছ থেকে নাগরিকত্বের কাগজ দেখতে চাইছে, কিন্তু আটক করার সময় সরকারি পুলিশ কোনো কাগজ দেখাতে পারেনি।
ওই টুইটার বার্তায় তিনি আরও জানিয়েছেন, গান্ধী আশ্রমের বাইরে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।