ভারতে করোনার প্রথম আঘাত কেরালায়
৩০ জানুয়ারি ২০২০ ১৪:৩৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৬:২৩
ভারতের কেরালায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই শিক্ষার্থী চীনের হুবেই প্রদেশের উহানে থাকতেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য দেওয়া হয়।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত রোগীকে একেবারে পৃথক করে (আইসোলেশন ইউনিটে) রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। এছাড়া, ওই শিক্ষার্থীকে নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ভাইরাস যাতে না ছড়ায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৭০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭৭০০ জন।
করোনাভাইরাস ছড়িয়েছে, ভারত, নেপাল, থাইল্যান্ড, তাইওয়ান, হংকং, ম্যাকাও, তিব্বত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ভিয়েতনাম জার্মানিসহ অন্তত ১৮টি দেশে। যদিও চীনের বাইরে এখনো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।