বগুড়ায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক
৩০ জানুয়ারি ২০২০ ১৩:৫৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৪:১২
বগুড়া: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে বগুড়া র্যাব। এই চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করত বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা সংস্থাটি।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়ার ইসলামপুর হরিগাড়ি গ্রামের সাথী হোটেলের সামনে অভিযান চালিয়ে র্যাব-১২ এই দু’জনকে আটক করে। আটক দু’জন হলেন— মো. নিশাত আনাম (১৯) ও মো. সৈকত ইসলাম (২১)।
র্যাব-১২ ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা সামনে রেখে ভুয়া প্রশ্ন ফাঁস করার চক্রটি সক্রিয় হয়ে উঠেছিল। তাদের দু’জনকে আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণরা জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে Facebook Messenger গ্রুপে তাদের সক্রিয় সদস্য রয়েছে। তারা Dhusor Prithibi, SSC Batch-2020 Team_DYNAMO Russel Chowdhury বা এরকম বিভিন্ন নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রশ্নপ্রত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এসব গ্রুপের মাধ্যমে তারা ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে।
র্যাব জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে। তাদের বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।