গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
৩০ জানুয়ারি ২০২০ ১৪:৩৪
গোপালগঞ্জ: গোপালগঞ্জে দু’পক্ষের সঘর্ষের সময় গুলিতে রনি হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার হাওলাদার ছেলে। বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রনির আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের শেখ বংশের নতুন শেখকে ৩/৪ দিন আগে মোল্যা বংশের রহিম ও ভুলু মোল্যা মারধর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্যাকে মারধর করে। এরপরই উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বন্দুকের গুলিতে রনি ঘটনাস্থলেই মারা যায়।
সাবেক ইউপি সদস্য আজিজুল শেখ এই গুলি ছোঁড়ের বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালেও দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের গুলিতে রনি হাওলাদার নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় ও রনির মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু টপ নিউজ দুই পক্ষের সংঘর্ষ দুই বংশের সংঘর্ষ