Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিপক্ষ ভাড়াটে লোক এনে ভোটকেন্দ্রে গণ্ডগোলের পাঁয়তারা করছে’


৩০ জানুয়ারি ২০২০ ১৩:৪৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৪:৪৬

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকার পক্ষে গণজোয়ার বইছে। কোনো অপশক্তি এই গণজোয়ার রুখতে পারবে না। আমরা শুনতে পারছি, এই গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ বাইরে থেকে ভাড়াটে লোক নিয়ে এসে ভোটকেন্দ্রে গণ্ডগোলের পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার শেষদিনে ভাষানটেক বাজার মসজিদ এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘অনেকেই জানতে চেয়েছেন, নির্বাচন বানচাল হবে কি-না। আমি বলতে চাই, তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। নৌকার একটাই গিয়ার। আর তা হলো উন্নয়নের গিয়ার। নির্বাচন হবেই হবে, ইনশাল্লাহ। আর দুদিন বাকি আছে। আমরা সবাই ভোটের আমেজ নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেব। ইনশাআল্লাহ আমরা অবশ্যই নৌকাকে জয়যুক্ত করব।’

বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী ভাষানটেক বস্তিবাসীদের কীভাবে পুনর্বাসন করা যায় তা জিজ্ঞেস করেছিলেন। সে বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। প্রতিটি মানুষকে পুনর্বাসন না করা পর্যন্ত ভাষানটেক এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এই বস্তিতে যারা আছে তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষকে মানুষের মতো সম্মান দিতে হবে। ১ ফেব্রুয়ারি যদি নৌকা মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে ইনশাল্লাহ কথা দিতে পারি, সবাইকে সঙ্গে নিয়ে বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে।’

তিনি বলেন, ‘নৌকা এনে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা। নৌকা দিচ্ছে বাংলাদেশের উন্নয়ন। যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন তবে সবাইকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। এই ভাষানটেকের রাস্তা চওড়া করার কাজ এরই মধ্যে করেছি। যদি বিজয়ী হই তবে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

এ সময় আতিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনেত্রী তানভিন সুইটি, বাধন, গায়ক হায়দার আলীসহ দলীয় নেতাকর্মীরা।

আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচন মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর