Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ দিলেন তাবিথ


৩০ জানুয়ারি ২০২০ ১৩:৩০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৩:৩১

ঢাকা: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পেতে সহায়তা করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী তা‌বিথ আউয়াল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের সঙ্গে মত‌বি‌নিম‌য়ে এ কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘গণমাধ্যমের উপর আস্থা আগেও ছিলো, এখনও আছে। এবারের প্রচারের সময় ৬ জন সংবাদ কর্মী আহত হয়েছেন। তা‌দের প্রতি আমার সম‌বেদনা। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আমরা আশা করছি নির্বাচনের দিনে কোনো সংবাদ কর্মী আহত বা বাধার শিকার হবেন না।

ভোটারদের উদ্দেশে তি‌নি ব‌লেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যা‌বেন। আমাদের উদ্দেশ্য গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবো। ভোটা‌ররা কে‌ন্দ্রে গি‌য়ে ভোটে দিলে ভোট চু‌রি করা সম্ভব হ‌বে না। ভোট দি‌য়ে ভোট চুরি প্রতিরোধ করা সম্ভব।

তি‌নি আ‌রও ব‌লেন, পুলিশকে প্রভাবিত করা হচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। যেন নির্বাচনকে বান চাল করতে না পারে তারা।

তাবিথ ব‌লেন, দেশনেত্রী খা‌লেদা জিয়া‌কে কারাগারে অন্যায়ভা‌বে রাখা হ‌য়ে‌ছে। ধা‌নের শী‌ষে ভোট দি‌য়ে বিজয়ী কর‌লে খা‌লেদা জিয়ার মু‌ক্তি তরা‌ন্বিত হ‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- ঢাকা রি‌পোর্টার্স ইউনিটির সভাপ‌তি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, সাবেক সহসভাপ‌তি আবু দারদা জোবায়ের, সা‌বেক নির্বাহী সদস্য রা‌শেদুল হক, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ অনেকেই।

বিজ্ঞাপন

টপ নিউজ তাবিথ আউয়াল সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর