‘কনফিডেন্টলি বলছি, দেশে এখনো করোনাভাইরাস পাওয়া যায়নি’
৩০ জানুয়ারি ২০২০ ১৩:০৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৩:৪২
ঢাকা: দেশে এখনো করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এটি প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি কনফিডেন্টলি বলছি, দেশে এখনও করোনাভাইরাস পাওয়া যায়নি।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সম্মেলনের হেলথ সার্ভিস ইনক্লুসিভ ডেলিভারি অপশন শীর্ষক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। সেখানেই এক বক্তব্যে এই কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে স্ক্যানিং করা হচ্ছে। করোনাভাইরাস আক্রান্ত যেসব দেশ থেকে মানুষ আসছে তাদের কাছ থেকে ফরম পূরণ করে নেওয়া হচ্ছে। কার্ড দেওয়া হচ্ছে যেনো পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা যায়। হাসপাতালগুলোতেও আইসোলেশন ইউনিট রাখা হয়েছে।
তিনি বলেন, গত একবছরে বাংলাদেশ থেকে সাত হাজার লোকে চীনে গিয়েছে। তারা তো ফিরে আসবে। তাদের ওপর নজরদারি রাখা হবে। বিভিন্ন প্রকল্পে যে সমস্ত চীনা নাগরিক কাজ করছে তাদের দিকেও নজরদারি করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আপাতত চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চিন্তা করা হয়নি। তবে চীন ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।